এক নজরে নরসিংদী পৌরসভা
০১. সাধারণ তথ্য* নাম : নরসিংদী পৌরসভা
* প্রতিষ্ঠাকাল : ১৯৭২ খ্রিষ্টাব্দ ।
* আয়তন : ১০.৩২ বর্গ কিঃ মিঃ
* ‘ক’ শ্রেণীতে উন্নীত : ২৬.০৮.১৯৯৬ খ্রিষ্টাব্দ
* ওয়ার্ড সংখ্যা : ০৯ টি
* মহল্লার সংখ্যা : ৩৩টি
* লোক সংখ্যা : ১,৪৬,১১৫ (২০১১ সালের census অনুযায়ী)
: পুরুষ- ৭৫,১৭৯ জন।
: মহিলা- ৭০,৯৩৬ জন।
* ভোটার সংখ্যা : ৭৭৫৭৬ জন
: পুরুষ-৩৮২৫৬ জন।
: মহিলা-৩৯৩২০ জন।
* হোল্ডিং সংখ্যা : ১৪,৩৫২
* মোট হাউজ হোল্ড : ২৬২১৫
* বস্তির সংখ্যা : ১০ টি
* কৃষি জমি : ১৪৫ একর
* মৌজা- : ১০ টি (বাসাইল , তরোয়া, ভেলানগর, বিলাসদী, সড়ক ব্রা্হ্মন্দী, বীরপুর,
বালুয়াকান্দি, সাটিরপাড়া, খাটেহারা, ভাগদী)।
০২. সড়ক বাতি
* এনার্জি লাইট : ১৭০০ টি সেট
* টিউব লাইট : ২৫ টি সেট
* সড়ক বাতির লাইন : ৬৮.৬০ কিঃ মিঃ
০৩. পৌরসভার যানবাহন ও নিজস্ব যন্ত্রপাতি
* কজ্ঞারভেন্সী ট্রাক : ০৪ টি
* রোড রোলার : ০৭ টি
* লেভেলিং মেশিন : ০২ টি
* কজ্ঞারভেন্সী ভ্যান : ২৯ টি
* পাজেরো জীপ : ০২ টি
* মটর সাইকেল : ০৪ টি
* পিকআপ : ০১ টি
* প্যলোডা : ০১ টি
* কম্পিউটার : ১৫ টি
* ফটোষ্ট্যাট মেশিন : ০২ টি
* ফ্যাক্স মেশিন : ০১ টি
০৪. শিক্ষা প্রতিষ্ঠান
* প্রাথমিক বিদ্যালয় : ২১ টি
* উচ্চ বিদ্যালয় : ১৬ টি
* মাদ্রাসা : ১২ টি
* কিন্ডার গার্ডেন : ১৯ টি
* কলেজ : ০৪ টি
* হোমিও প্যাথিক কলেজ : ০১ টি
* আইন মহাবিদ্যালয় : ০১ টি
* সরকারী গ্রন্থাগার : ০১ টি
০৫. চিকিৎসা প্রতিষ্ঠান
* জেলা হাসপাতাল : ০১ টি
* সদর হাসপাতাল : ০১ টি
* ডায়াবেটিকস হাসপাতাল : ০২ টি
* মা ও শিশু কল্যান কেন্দ্র : ০১ টি
* বে-সরকারী হাসপাতাল/ক্লিনিক : ২৮ টি
০৬. পানি সরবরাহ তথ্য
* পানির হাউজ কানেকশনস : ২৯৫০ টি
আবাসিক : ২৯৩৯ টি
বাণিজ্যিক ১১ টি
* উৎপাদন নলকুপ : ১৫
* পাইপ লাইন : ৭৩.৪২ কিঃ মিঃ
* ওভার হেড ট্যাংক : ০৫ টি
০৭. অবকাঠামো সম্পর্কিত
* পাকা রাস্তা : ৭৭.৫৫ কিঃ মিঃ
* কাঁচা রাস্তা : ২৭.১৫ কিঃ মিঃ
* পাকা ড্রেন : ৪২.২৯ কিঃ মিঃ
* ডাস্টবিন : ০৯ টি
* ডাস্পপিং ষ্টেশন : ০১ টি
* মোট রাস্তা : ১০৪.৭০ কিঃ মিঃ
০৮. অন্যান্য তথ্য
* অডিটরিয়াম : ০২ টি
* ষ্টেডিয়াম : ০১ টি
* কমিউনিটি সেন্টার : ০৩ টি
* পৌর কিচেন মার্কেট : ০২ টি
* কাঁচা বাজার : ০৮ টি
* ব্যাংক : ২১ টি শাখা
* সিনেমা হল : ০১ টি
* জুট মিল : ০৩ টি
* তাঁত মিলঃ
১) পাওয়ার লোম : ১২৮ টি
২) হ্যান্ড লোম : ৬৭ টি
৩) তাঁত : ২৪ টি
* আবাসিক হোটেল : ০৫ টি
* চাইনিজ রেষ্টুরেন্ট : ০২ টি
* জেলা কারাগার : ০১ টি
* বাস টার্মিনাল : ০১ টি
* রেল স্টেশন : ০১ টি
* কবর স্থানঃ
১) পৌরসভার নিজস্ব : ০১ টি
২) অন্যান্য : ০৬ টি
০৯. ধর্মীয় প্রতিষ্ঠানঃ
১) মসজিদ : ১০৫ টি
২) মন্দির : ১০ টি
৩) আখড়া : ০৩ টি
৪) ঈদগাহ : ২৬ টি
৫) পৌর ঈদগাহ : ০৪ টি
সিনিয়র রিপোর্টার /////নরসিংদী নিউজ